রবীন্দ্রনাথ
বিকাশচন্দ্র সরকার


তোমাকে ঈশ্বর বলি না আমি,
আমার সভ্যতায়-
তুমি আলো।
কোলাহলের গল্প শেষ হয়ে এলে,
একক নির্জনতায়-
তুমি প্রেমিক হতে পারো।
আমার কৈশরের ছড়া
আমার যৌবনের সংগীত
আমার বার্ধক্যের মূল্যায়নে
তুমি কবিতার অক্ষরে ঝরে পরো,
তুমি আনন্দ -
তুমি ছন্দ -
তুমি সুর।


তোমাকে ঈশ্বর বলি না আমি,
আমার পৃথিবীতে-
তুমি বসন্ত।
একমুঠো স্বপ্ন যখন কড়া নাড়ে,
প্রান্তিক ভূমিকায়-
তুমি বন্ধু হতে পারো।
আমার লালমাটির লালন
আমার পলাশের রঙ
আমার গঙ্গার পাড় ভাঙা ঢেউয়ে
তুমি ভাটিয়ালি মাঝি বৈঠায় দাও টান,
তুমি সত্য-
তুমি সারথি-
তুমি সংকল্প।


তোমাকে ঈশ্বর বলি না আমি,
আমার কাব্যলোকে-
তুমি প্রেরণা।
এক আকাশ ঝুম বৃষ্টি শেষে
তুমি নির্মল জ্যোৎস্না হতে পারো।
আমার প্রভাতের সূর্য
আমার দুর্জয়ের তেজ
আমার ঝরা পাতার দিন শেষ হয়ে এলে
তুমি নব কিশলয়ে ধরা দাও,
তুমি রবি-
তুমি জ্যোতি-
তুমি চির-মঙ্গল শিখা।


তোমাকে ঈশ্বর বলি না আমি,
তুমি জগতের রূপরেখা।