শরত তোমার
বিকাশচন্দ্র সরকার


শরত এলো কাশের দোলায়,
শরত আকাশ নীলে।
দূর্গা আসে নতুন সাজে,
মাতৃ রূপের মাঝে।


আমার দূর্গা উজান বেলায়,
ভাটার স্রোতে ভাসে।
যুদ্ধ করে আপন ঘরে,
বাঁচার অধিকারে।


শরত এলো শিউলি ফুলে,
শরত শিশির ঘাসে।
দূর্গা আসে থিমের মেলায়,
রূপাং দেহি সাজে।


আমার দূর্গা নগ্ন পায়ে,
কৃষক বাপের সাথে।
ফসল ফলায় কোমর বেঁধে,
সবুজ সতেজ ঘাসে।


শরত এলো শুভ্র মেঘে,
কমল ফোটা ভোর।
দূর্গা আসে কাঁসর বাজে,
নিত্য নতুন সুর।


আমার দূর্গা ভূখা পেটে,
বর্ণমালা চেনে।
অসুর রাজার বিভেদ মন্ত্র,
একাই লড়াই করে।


শরত এলো রামধনু রঙ,
অকাল বোধন সাথে।
দূর্গা আসে সিংহ বাহন,
হাজার অলংকারে।


আমার দূর্গা মায়ের চোখে,
করুণ ভাবে চায়।
আজো যে তাঁর রক্ত ঝরে,
পর্ণ সভ্যতায়।


শরত এলো মিলন জ্যোতি,
শরত শ্যাপলা ফুলে।
দূর্গা আসে ঘরের মেয়ে,
বরণ ডালায় মেতে।


আমার দূর্গা মাটির বুকে,
সৃষ্টি তুফান তোলে।
আটচালা ঘর যত্নে সাজায়,
দুই হাতে দেশ জুড়ে।


শরত এলো পুষ্প পূজন ধারা,
শরত সবার হিল্লোলে জাল বোনা।
দূর্গা আসে প্রতীক পটের রূপে,
ছবির ছটায় দৃশ্যমানে নতুন অহংকারে।


আমার দূর্গা আজো পথে,
স্বপ্ন ফেরি করে।
দৃঢ় ঠোঁটে শপথ করে,
নেবেই তরী পারে।