স্মরণ
বিকাশচন্দ্র সরকার


প্রতিটি গল্পের পূর্ণতায়
একটা সতেজ সবুজ মেরুদন্ড থাকে।
প্রতিটি মানুষের বেড়ে ওঠায়
থাকে একটা হাত, সাবলীল ছায়ার মতো।
প্রতিটা সৃষ্টির উৎকর্ষে
একটা বসন্ত, এক পশলা বৃষ্টির সুর মাখে।


তুমি আছো কি নেই
এ ভাবনায় ডুবি না আমি কখনো।
এই যে পথ চলা, এই যে কথা বলা
না থামার এই যে অঙ্গীকার,
সব খানে যে তোমার প্রতিধ্বনি পাই।


এক আলোকপুঞ্জ তেজ, সকালের মতো
এক প্রতিজ্ঞাবদ্ধ দৃঢ়তা, তেজ্যস্বী দুপুরের মতো
এক শান্তিময়ী বিশ্বাস, সন্ধ্যার প্রশস্তি বলয়ের মতো
এ যেন আমার তুমি, প্রেরণায় প্রোথিত অঙ্কুরের মতো।


এক নির্ভয় আলোকে
এখনো আগামীর ডাকে কান পাতি,
আঁধারের গভীরে খুঁজি ছায়াপথ।
শিশির সোহাগে ছুঁড়ে ফেলি, নুয়ে পড়া শীতঘুম
একটা পলাশ, এক বনানী ফাল্গুন
একটা দোয়েল ঠোঁট, একক ছায়াপট
এখনো তোমায় দেখে রোজ
তোমার সতেজতায় ফোটে, পাপড়ি শতদল।
আমার পৃথিবী পথ
সে কেবল তোমার সৃষ্টি প্রতিরূপ।