দেখেছো কি তারে, ছেলেটিরে?
চুপিসারে বসে আছে অন্ধকারে
জীর্ন গাড়ী বারান্দার ধারে
শীর্নদেহে রেল লাইনের পারে।
দুই দিন গত হল জোটেনি আহার
আশা আছে প্রভাতে মিলবে খাবার
মালগাড়ী হতে মাল খালাসের পরে
পড়ে থাকা লবন বেচিয়া তবে।
এসেছে তথায়, শিকারের আশায়
বুভূক্ষূ নয় সে সরকারী্ মশায়
কেনেনা সে আহার মাস মাহিনায়
চাই অতিরিক্ত আয় নিত্যের ন্যায়।
জমায়েত লবন করিতে উদ্ধার
প্রবল উন্মাদনায় হাঁকিলে বারবার
ত্যাজিয়া লবন ছেলেটি দৌড়ায়
ঊর্দ্ধশ্বাসে প্রাণপণে বাঁচিবার আশায় ।
হায়হায় ধরধর গেলগেল রবে
প্রবল আওয়াজ পশিল না কানে
ধাক্কায় দেহখানি পড়িল ভূতলে
ধেয়ে আসা লালগোলা প্যাসেঞ্জারে।
জোটে নাই শেষাহার ছেলেটির তবে
কালের পরিহাস কে খন্ডাবে ?
সরকারি মহাশয়ের অতিরিক্তের আশায়
এটাই কি পরিনতি বুভূক্ষের  হায়?