হ্যারিকেন, লণ্ঠন -- এসব সেকেলে
প্রাণ ওষ্ঠাগত হয় তুমি না এলে।
এদের সকলেরই গুরুত্ব আছে
তবে তা মলিন তোমার কাছে।
তুমি আধুনিকা, তুমি পয়মন্ত
তোমার গুনের  নাইকো অন্ত।
শিল্প বিপ্লব থেকে মঙ্গলাভিযান
সবই পরক্ষে তোমার অবদান।
যদি না মানব তোমায় পেতো
সভ্যতার গতি থমকে যেতো।
ভাগ্যিস তুমি এসেছিলে তাই
অন্ধকারে উজ্জ্বল আলো পাই।
ভাবতেও ভয় হয় এ বিশ্ব তুমিহীন!
ধন্য তোমার আবিষ্কারক বেঞ্জামিন।