দেশ নয়, দল বড়ো;
মনুষ্যত্ব নয়, টাকা।
জনগণকে বোকা বানিয়ে
ক্ষমতায় টিকে থাকা!


দল নয়, স্বার্থ বড়ো;
আদর্শ নয়, পদ।
রঙ বদলে ভ্রূক্ষেপ নেই,
যতই বলুক অসদ্।


নির্লজ্জ, চাটুকার,
শুনতে নেই মানা,
পদলেহনে পদ লাভ-
কৌশলটা জানা।


তোলা বাজ, গুণ্ডা,
জননেতা  আমরা,
গায়ে আছে জড়ানো
গন্ডারের চামড়া!