হে নেতাজী---
সত্য দেশপ্রেমিক, কঠোর কর্মযোগী,
তুমি কি জানো? চূড়ান্ত সুবিধাভোগী,
স্বার্থপর,ক্ষমতাপ্রিয়, অর্থলোভীর দল
আজ দেশের নেতা-নেত্রী। ক্ষমতাবল
প্রদর্শনে মত্ত  এরা প্রকৃত ঘৃণার পাত্র,
'দেশপ্রেম' তাই বিলাসিতা, শুধু শব্দ মাত্র।


তোমার জন্মদিনে এরা মাইক্রোফোন হাতে
দেশভক্তি উজাড় করে দেয়, অথচ রাতে
ছক কষে মানুষকে বোকা বানিয়ে কি করে
ভোটে জয়ী হবে, কায়েমি স্বার্থ রাখবে ধরে।


কেউবা বলে শূন্য আজও তোমার আসন
হে বীর পূর্ণ করো; ডাহা মিথ্যা এই ভাষণ।
মহাভারতের ধৃতরাষ্ট্রও সিংহাসনের মায়া
ত্যাগ করতে পারেন নি, এরা তাঁরই ছায়া
মাত্র। ক্ষমতার লোভে কি না করতে পারে?
সিংহাসন একবার পেলে কেউ কী তা ছাড়ে!

মুখে এদের মিষ্টতা, অন্তর বিদ্বেষে ভরপুর,  
তোমার স্বপ্নের ভারত তাই আজও বহুদূর।