পৃথিবী একদিকে,একদিকে আমি
                      বদলে গেছে সবাই,
                      শুধু বদলাতে পারিনি আমি
                      আগে যা ছিলাম আজও তাই।


গন্তব্য তো সবার একই ছিল
শুধু তোদের ছিল শানবাঁধানো
আমি হাঁটতাম কাচা রাস্তায়
                  এই যা ছিল ফারাক।


মনে পড়ে তোর বলা উপহাসের
প্রিয় ভাষাগুলি
ভাবলে হাসি পায়।


আজ হয়তো হিংসেতে জ্বলছিস,
হয়তো আমি তোর কাছে অসহ্য।
সব ভুলে বুকে আয় ভাই
আমি ঠিক আগের মতই
একটুও বদলাই নাই।