আজব যুগের মানুষ আমি
        আজব আমার দৃষ্টি,
অর্ধ নগ্ন বেশেই আজ
        পাই যে মহা তৃপ্তি ।


আমার বাবা কোটিপতি
        আর কি আছে দরকার,
অন্ধ ঘরে বন্দি করে
         রেখেছি মোদের কালচার।


যেমনি খুশি তেমনি চলি
          কে আসছে কি বলতে,
পরস্ত্রীকে ইশারা দিই
          বাঁকা পথে চলতে।


মাথায় রাঙা কাপড় বেঁধে
          মানছি বুঝি ধর্ম ,
ধর্মে ধর্মে রিষ বাঁধানো
          এটাই তো মোদের কর্ম।


কাটা স্হানে আগে বেড়ে
         কে ছড়াবে নুন,
মোদের কাছে আজকের দিনে
         এটাই তো বড় গুণ।


নিজে থাকি রাজ সুখেতে
         বাকি সব থাক ক্ষুধার্ত ,
তাদের নিয়ে খেলতে পারি
         এতেই তো মোদের স্বার্থ ।


হে স্বামী !
এ যুগেতে অভাব তোমার
         পাই না আসল শিক্ষা ,
কর জোড়ে ভিক্ষা চাইছি
         দাও না মোরে দীক্ষা ।
                                     (বিক্রমজিৎ)