চলরে সোনা চল
          সেই দেশেতে যাই,
যে দেশেতে নতুন আলো
          মৃদু বাতাস পাই।


নদীর পাড়ে গাছের ডালে
           পাখিরা করে গান,
মাঠের মাঝে আপনমনে
           পরীরা শুকোয় ধান।


যে দেশেতে চাষী মায়েরা
             দেখায় আপন হাসি,
কদম ডালে বসে নন্দন
              বাজায় বাঁশের বাঁশি।


গোধুলীতে বাউল মাঝি
              ভাটিয়ালী গায়,
উঠানে বসে ঠাকুমা যেথায়
              রুূপকথা শুনায়।


যে দেশেতে দুর্বাগুলি
              শিশির দিয়ে সাজে
নববধু ঘোমটা টেনে
              লুকোয় আপন লাজে।


চলরে সোনা চল
            সেই দেশেতে যাই,
যেথায় শুধু ভালোবাসা
             হিংসা বিদ্ধেষ নাই।