শুধু তুমিই তুমি আর তুমি,
আকাশের তারার ভিড়ে
সজ্জিত তুমি!
উজ্জল চাঁদের দেশে
অপ্সরা তুমি!
দিঘির শান্ত জলের
সোনালি পর্দায় যেন
হাসছো গো তুমি!
বসন্ত পলাশ ফুলের
মঞ্জুরী তুমি!
গভীর স্বপ্নে পরী হয়ে
আসো যে তুমি!
বর্ষার কলাপী ডানায়
ভাসছো যে তুমি!
ঝর্ণার নীরব স্রোতের নুড়িমাঝে
হীরাখন্ড তুমি!
দশদিকে শুধু তুমিই তুমি
তোমার এই রূপের দর্শক শুধু
পাগল প্রেমী আমি।