খাঁচার পাখি খাঁচায় থাকে
মনটা থাকে কোথায়
মনটাতো তার কান্দেঁ কেবল
বন্দী হবার ব্যাথায়।
মনটা যে তার চাই যে সদা
উড়তে আকাম পানে,
কইতে কথা পেখম নেড়ে
বন্ধুর কানে কানে।
কিন্তু পাখির বন্ধি খাঁচায়
কে শোনে কার কথা,
কে বুঝবে এমন একটি
বন্দি পাখির ব্যাথা।
পাখি গুলো বন্দি করতে
নেই মানুষের অভাব
বদলে ফেলো মানুষ তোমার
এমন খারাপ স্বাভাব।