নীল ফুলে ভরা জারুল ডালে
দোয়েলের শিষে লালনের
হারিয়ে যাওয়া একতারা
সুর বেজে উঠে -
বাঙালি কৃষ্টি পেছন ফিরে
লজ্জায় মুখ ঢাকে,
নববধূর ঘোমটা মাথায় উঠে-
এ সবই যেন অলীক,
সবই রাতজাগা প্রহেলিকা।


আজ রিক্ত কঙ্কাল জারুলবৃক্ষে
শুধুই আনাগোনা শৃগাল শকুনির ঝাক
যারা প্রতিনিয়ত প্রসব করে অগ্নিযুদ্ধ
গুনে ধরা সমাজের মুখোশে
নখের আঁছড়, ক্লান্ত অনুসন্ধানকারী।


বিষন্ন সাঁঝে শহুরে রাজপথ নিস্তব্ধ,
নিঃসঙ্গ এ অবেলায় -
নৈঃশব্দের বুনোজালে দণ্ডায়মান লেমপোষ্ট
রক্তাক্ত মানবতার প্রত্যয়ক।
পিচ ঢালা রাস্তায় জটলা বাঁধা
রক্তে শুধু মিছিলের শ্লোগান।


তবুও হারিয়ে যাওয়া লালনের গান
আমি খুজে বেড়াই
দগ্ধ পৃথিবীর শীতল ছোয়ায়।।