আমার ভাষা বাংলা ভাষা
সেই ভাষাতেই কাঁদা হাসা৷


হে আমার বাংলা ভাষা,
আমি তোমাতে মিশে যেতে চাই
আমার যা কিছু আমি তোমাতে খুঁজে পাই।


আমি সেই ভাষাতে গাই গান,
আমার সেই ভাষাতে অভিমান৷
সেই ভাষা মোর দুঃখ ভুলাই
সেই ভাষা মোর হৃদয় দোলাই৷
মায়ের মুখের সেই ঘুমপাড়ানি ছড়া
ঘুমের মধ্যে আজও পাই তার সাড়া।


বাউল কেমন গান গেয়ে যায় তোমাই ভালোবেসে
ভাটিয়ালির সুর শোনা যায় গাঙের ধারে এসে৷
আঙিনা মাঝে ধান খুঁটে খায় ভোরের দোয়েল পাখি
বাংলা সুরে মুখ ডুবিয়ে বুজি দুটি আঁখি।
বাংলা ভাষায় লালন পাগল, পাগল নদেরচাঁদ,
বাংলা ভাষা নিরেট সোনা একটুও নাই খাদ৷


আমি বাংলায় বাঁচি বাংলায় নাচি বাংলায় করি উল্লাস
সব ছেড়েছুড়ে বহুদেশ ঘুরে, থাকি বাংলায় বারোমাস৷
আজকে আমার ভাষার তরে হলেন যাঁরা সর্বহারা
তাঁদের চরনে প্রণাম জানাই, চির জীবিত রবেন তাঁরা৷
হে মোর বাংলা ভাষা, আমি তোমাই ভালোবাসি
বারে বারে যেন তোমার তরে এই বাংলায় ফিরে আসি।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~