নীলাকাশে সাদা মেঘ
যাচ্ছে ভেসে ভেসে,
বৃষ্টি রাণীর খোঁজ করতে
চলেছে দূর দেশে৷


শ্রাবণে এই কান্ড দেখে
করবে ভেবে ভুল;
সবই আছে শরতের মত
নেই তো কাশফুল।


প্রখর রোদে শুকিয়ে মরে
কচি ধানের চারা,
মেঘের কাছে মিনতি করে -
দাও গো বারিধারা৷


মেঘগুলো তাই দলে দলে
হাওয়ার পথটি ধরে,
শান্তি ধারা আনতে চলে
বৃষ্টি রাণীর ঘরে।
______________