মন উদাসী
        - বিলাস ঘোষ


বৃষ্টি ধারায় আনন্দেতে ভিজছে গাছগুলো
শ্রাবণ মেঘের ঘনঘটায় পাখিরা পথভুলো৷


গাছে গাছে সবুজ ঘাসে বৃষ্টি ছোঁয়া লাগে
নব রূপে নব যৌবনে প্রেমের বাসনা জাগে৷


বেহায়া বাতাস ছুঁয়ে দেখে যৌবনের বাহার
চঞ্চল সবুজ রাশি পুলকে দুলায় মাথা যে যার৷


পুকুরের জলে বৃষ্টির ফোঁটা আল্পনা দেয় এঁকে
বিরহী প্রিয়া উদাসী নয়নে পথ চেয়ে থাকে।


বনতলে আজ সুর উঠে বেজে নব নব ছন্দে
রংধনু পেখম ধরে ময়ূর নাচে প্রণয়ানন্দে৷


সরোবরে হংস হংসী মিলন খেলায় মাতে
পুলকিত মন শিহরিত হয় প্রণয় আশাতে৷


প্রকৃতি প্রেমের প্রণয় লীলায় হয় মন উদাসী
ছলছল চোখে একলা প্রিয়া প্রেম প্রত্যাশী৷
______________________