সম্পর্কের মায়াজালে আবদ্ধ জগৎ সংসার
প্রকৃতির প্রতিটি কণায় সম্পর্কের কারবার।
ভাই-ভগিনী, পিতা-মাতা আত্মীয় স্বজন যত....
ঘিরে আছে চারিপাশে যে যার আপনার মতো৷
প্রতিদিন কত নিত্য নতুন সম্পর্ক গড়ে ওঠে
কত সম্পর্ক ছিন্ন হয়ে যায় তবুও জীবন ছোটে।
কেউবা শুধু মানব সম্পর্কে দিয়েছে জীবন দান
আত্মার সাথে আত্মার সম্পর্কের শুধু নিবিড় টান৷
গাছ গাছালি পাখ পাখালি নতুবা সূক্ষ্মাতি জীব
হয়তো তাদের মাঝেও আছে সম্পর্ক পার্থিব৷
চারটি অক্ষরের সম্পর্কে বুকভরা আশা নিয়ে
জগতে সৃষ্টি আছে টিকে শুধু ভালবাসা দিয়ে।
নানান সাজানো সম্পর্ক গড়ে ওঠে নানা কর্মস্থলে
অনেক অসাধ্যও সাধন হয় শুধু সুসম্পর্কের বলে৷


হিংস্র বণ্য বা শান্ত পোষ্য হোক যেকোনো প্রাণী,
সম্পর্কের ডোরে বাঁধা থাকে সময়ের ফুলদানী৷
প্রকৃতির কিছু সম্পর্ক আছে রামধনুরঙে আঁকা
যেন বিশ্বপিতার আন্তরিক স্পর্শে সাজিয়ে রাখা।
বর্ষায় নাচে ময়ূর আর বসন্তে গায় কোকিল,
মধুকর সব ফুল রেণু মেখে আনন্দ অনাবিল।
রবির কিরণে কমল ফোটে শান্ত দীঘির জলে,
বৈচিত্রময় বিপুল সম্ভার পত্র পুষ্প ফলে....
আঁধার রাতে জোনাক পোকা মিটিমিটি জ্বলে
বায়ুর তালে তাল মিলিয়ে নদী যায় কল্লোলে৷
রাতের তারার সঙ্গে যেমন বাতাস কথা কয়
কবি মনের আবেগগুলোও তেমনি ভাবে বয়৷
সম্পর্ক যখন আলগা হবে খুলবে বাঁধন ডোর
পেয়ে হারানোর বেদনায় বইবে আঁখি লোর।
~~~~~~~~~~~~~~~~~~~~~