শহীদ ক্ষুদিরাম স্মরণে
-- বিলাস ঘোষ


বাংলা মায়ের দামাল ছেলে
বীর শহীদ ক্ষুদিরাম,
আঠারো বছর বয়সেই তুমি
প্রাণ দিলে বলিদান৷
মেদিনীপুরের মোহবনী গ্রাম
তোমার জন্মভূমি,
১৮৮৯ এর ৩রা ডিসেম্বর
জন্মেছিলে তুমি।
যে বয়সে সবাই লেখাপড়া
আর খেলা সারাদিন,
সব ভুলে তুমি পন করলে
শোধ করবে মাতৃঋণ!
অত্যাচারি বর্বরদের তুমি
দিবে উচিত শিক্ষা,
পড়া ফেলে বিপ্লবী'র কাছে
তাইতো নিলে দীক্ষা।
কিংসফোর্ড'কে হত্যা করতে
ছুঁড়লে বোমা জোরে।
মারা গেলো মাহিলা দুজন,
তোমায় পুলিশ নিলো ধরে৷
আদালতে তোমার বিচার হলো
সাজা হলো ফাঁসি!
ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে গাইলে
"একবার বিদায় দে মা ঘুরে আসি"৷
১৯০৮ সালে আজকের দিনে
তুমি চলে গেলে হাসি হাসি,
তোমার মহান আত্মবলিদান
ভুলবেনা কখনও ভারতবাসী।
______________