- বিলাস ঘোষ


তোমার ইচ্ছে হলে হতে পারো মেঘ
আমি বৃষ্টি হয়ে ভিজিয়ে দেব মুখ,
কদম ফুলের রেণু গায়ে মেখে -
কুড়িয়ে নেব শ্রাবণ বেলার সুখ৷


তোমার ইচ্ছে হলে আকাশ হতে পারো
আমি কুয়াশা হয়ে ঢাকব তোমার লাজ,
ডানা মেলা গাঙচিলের - ঐ দল
দেখবে না কো তোমার নতুন সাজ৷


তোমার ইচ্ছে হলে হতেও পারো নদী
আমি তরী হয়ে ভাসব তোমার বুকে,
ঢেউয়ের সাথে কাটবে সারাবেলা
ভাসব আমি মাতাল সমীর সুখে৷


তোমার ইচ্ছে হলে শিউলি ভেজা ভোরে
আলতা পায়ে মাড়িয়ে যাবে ফুল,
আমি ঘাসের আগায় শিশির কণা হয়ে
কুড়িয়ে নেব তোমার কানের দুল৷


তোমার ইচ্ছে হলে জোনাকি হতে পারো
আমি বাতাস হয়ে জ্বলব তোমার সাথে,
বিভোর হয়ে দেখবে সবাই চেয়ে
আমরা দু'জন মিলব দুজনাতে৷


তোমার ইচ্ছে হলে যেতে পারো দূরে
করব না তো একটিবারও মানা,
পারবে কি তুমি সত্যি দূরে যেতে!
তোমার মনের ঘরে বেঁধেছি আস্তানা।
_______________________