একটা কবিতা লিখব,
যে কবিতায় থাকবেনা শহুরে ব্যস্ততা,
ভ্রমরেরগান, আঁধার রাতের নিস্তব্ধতা
থাকবে কেবল পথের ধারে
মলিন মুখে দাঁড়িয়ে থাকা, সেই শিশুটির কথা
যার ক্লান্ত দৃষ্টিতে ভাস্বরিত
জন্মান্তরের ক্ষুধা, তৃষ্ণা আর অসহায়ত্ব
কিন্তু শব্দের ছলনায়
আমার সে কবিতা লেখার স্বাদ
অধরাই রয়ে যায় ।


একটা কবিতা লিখব,
যে কবিতায় থাকবেনা রূপালি চাঁদের মায়া,
জোনাই পোকার মিটিমিটি আলো, সবুজের ছায়া।
থাকবে কেবল ওল্ডহোমের
চার দেয়ালের মাঝে আটকে থাকা, প্রৌড়ের কথা
অনন্ত একাকিত্বে যার শ্রান্ত আঁখি
নিরবধি সিক্ত হয়, ঘরে ফেরার কামনায়।
কিন্তু শব্দের ছলনায়
আমার সে কবিতা লেখার স্বাদ
অধরাই রয়ে যায় ।


একটা কবিতা লিখব
যে কবিতায় থাকবেনা বাশরির বাঁশি,
বকুলের গন্ধ, চির যৌবনা রূপসিনীর হাসি।
থাকবে কেবল বিধবা রমনি আর মজুরের কথা।
থাকবে নৌকার খোলে বসা
ঘরহারা সেই রোহিঙ্গা কিশোরীর
উদাস,অসহায়, আশাহীন চাহনি।
কিন্তু শব্দের ছলনায়
আমার সে কবিতা লেখার স্বাদ
অধরাই রয়ে যায়।