আমি সব কালে
তোমায় ভালবাসি বলে
নদী মাঠ হয়ে, থাকবো যে রয়ে।
ঐ দৃষ্টির সীমানায়
প্রিয়ে, চিনে নিও আমায়।


হয়ে প্রভাতি ফুল
সাজাবো তোমার চুল
নয়তো বৃষ্টি হয়ে, আমি দিবালয়ে।
অঙ্গে জড়াবো তোমায়
প্রিয়ে,চিনে নিও আমায়।


বিকেলের আলোয় কভু
সূর্যের লাল হবো
সন্ধ্যা আঁধারে ,পাখির ডানায় চড়ে।
ফিরবো বলে দৃষ্টি দিও
আর মোরে চিনে নিও।


প্রেয়সী রাতের তিমিরে
তোমার মনের 'পরে
বিরহ যদি আসে,বসে বাতায়ন পাশে।
ও মোর কলি
খুজিও তোমার অলি।


কোন এক জোৎস্না রাতে
যদি মোরে মনে হয়,তবে মিনতি তোমায়
বলে চাঁদের সাথে কথা
ভুলিও মোনের ব্যথা
আমি থাকবো সেই চাঁদের জোৎস্নায়
তুমি চিনে নিও আমায়।