বিলিয়ার রহমান রিয়াজ
==================


আর এক বার হেরে যাওয়া পৃথিবীর ঘ্রাণ
আমায় শুঁকে নিতে দাও
ওহে নিহত কবি।
সূর্যের পুরে যাওয়া ছবি
দেখে ভীত হওয়া আমার কন্ঠস্বর
বন্ধক রেখেছি আবার
সব বলে ফেলার দুঃসাহস
কি করে থাকবে তার।


যদি একে ভীরুতা ধরো
তিনবার লানত আমায় দিতেই পারো
তবে আমি ক্ষুধায় ভয় পাই
আমি অভাব ডরাই।


বেঁচে থাকার জন্য মরে গিয়ে আমায়
বাজেয়াপ্ত করা শব্দের তালিকায়
প্রতি দিন টুকতে হয়  
দ্রোহ, বিদ্রোহ,সত্যি,সততা।


আমার দ্রোহ বন্ধকী রেখেছি বলে
তুমি যেমন আমায় লানত দাও।
তোমার কবিতার অক্ষমতা দেখে তেমনি
তুমি আমার পরিহাস নাও।


মূল্যস্ফীতির বাজারে কবিতা
আজ পানির দরেই যায়
কবিরাও‌ তাই
সে স্রোতেই গা ভাসায়।


পুরে যাওয়া পৃথিবীর গন্ধ শুঁকতে শুঁকতে
আমি বরং ফের
হাইবারনেটেই যাই।
বলেছি তো আমি  ক্ষুধা ডরাই।


০১/০১/২০২৪ ইং
পটুয়াখালী, বাংলাদেশ।