পরবাসে পার করা একা মোর জীবনে
সুধা হয়ে আসিলো সে এলোমেলো ভূবনে্।
এলোকেশী সে রূপসী চোখে প্রেম বাড়িয়ে
মোরে ফেলে ভুলে ভালে মোন নিলো কারিয়ে।


ফাঁকা ঘরে মোরে ধরে নিয়ে সে পালিয়ে
হয়ে শিশু সব কিছু মোরে দেয় বিলিয়ে।
ভুলে ভুলে ফোটা ফুলে ভরে থাকা মধুতে
মোরে দিয়ে শুষে নিয়ে সাজে সে সাধুতে।


মোর যাহা আধ পাওয়া প্রণয়ের পিরীতি
তাহারইতা পরকীয়া প্রেম একটু বাড়তি।
অবশেষে বেঁকে বসে কহিলাম তাহারে
মোর হিয়া পরকীয়া আর নয় আহারে।


শুনে সবই চুপি চুপি কাঁদিয়ে সে কহিল
নপুংসক পতি তারে প্রেম ভিখারি করিল।
ভিখারি ভিখ মেগে যদি পায় বারবার
পরকীয়া তবে তার নাকি এক অধিকার।


পরিশেষে মৃদু হেসে ভেবে আমি তারে কই
যদি পারো তবে করো পরকীয়া জানিয়েই।
প্রেম বড় স্বর্গীয় চোরা পথে তারে নয়।
তাইতো পরকীয়া পালিয়ে আর নয়।