আমি বাঙ্গালী গড়তে জানি নতুন দিগন্ত প্রয়োজনে ভাঙতে জানি হয়ে অশান্ত
আমি শুধু বাংলায় জন্মানো বাঙ্গালী না শুধু বাংলায় কথা বলা বাঙ্গালী না।
আমি বাংলাকে ভালবাসতে জানি, প্রয়োজনে দিতে জানি বুকের তাজা রক্ত।


আমি শহীদ তিতুমীরের বাঁশের কেল্লা জাহান্নামে পাঠাতে জানি শয়তানের সব চেল্লা।
আমি বঙ্গবীর কাদের সিদ্দিকীর উন্মুক্ত হাতিয়ার মটকাতে জানি অসুরের কালো ঘাড়।
আমি বঙ্গবন্ধুর কালো কোট ন্যায্য হিস্যা বুঝে নিতে পাষাণের বুকে দেই চোট।
আমি শহীদ জিয়ার কালুঘাটের ঘোষণা আমার মাটির ছাড়বনা এক দানা।
আমি পল্লিবন্ধুর মুখের হাসি দেশের তরে উন্মুক্ত গলায় পরতে জানি ফাঁসি।
আমি অবলা চাষা গেঁয়ো ভূত ফুঁসলে পারে নড়াতে জানি লর্ড সাহেবের জুত।
আমি রয়েল বেঙ্গল টাইগার মুনাফেকি দুষমন তাড়াতে, দিতে জানি রন হুঙ্কার।
আমি শেরেবাংলার মুষ্টিবদ্ধ হাত ওরে শকুনের জাত! ভয় করিনা ঘাত সংঘাত।
আমি মওলানা ভাসানীর উত্তরসূরি প্রয়োজনে ডোবাতে জানি দাদার রন তরী।
আমার দেশে ধরালে ঘুণ মারিয়া করব খুন পিঠের চামড়া তুলে ছিটাব নুন।