দেখা হয়না প্রিয়
একই শহরে থাকা হয় একই রাস্তায় হাটা হয়
তবুও দেখা হয়না প্রিয়।
দিনের পরে দিন চলে যায় বছরের পরে বছর চলে যায়
দেখা হওয়ার ব্যাকুলতা ক্ষতবিক্ষত করে দেয় অন্তর আত্মা
তবু দেখা হয়না প্রিয়।
প্রথম যেবার দেখা হয়েছিল
এলো কেশের বাঁম পাশের সিঁথি জন্ম জন্মান্তরের জন্য হৃদয়ে গেছে গাঁথি
সেই কেশের মাতাল করা ঘ্রান! পাওয়ার নেশায় উতালা করে প্রাণ
তবু দেখাত হয়না প্রিয়।
দেখার জন্য শত মাইল হাটা হয় শত মাস অপেক্ষায় থাকা হয়
দেখার নেশায় লাগাম ছাড়া মাতাল ঘোড়ার মতো ছোটা হয়
তবু দেখা হয়না প্রিয়।