মুই নাকি পাষাণ
ওমরাক ক্যাংকরি বোঝাম
মুই যে চাষ করা কিষাণ।
বাড়িত একটা গাবুর বেটি
খালি পায়ে ঘুরা বেরায় না কিনা দেম চটি
বড় ছাওয়ালটা  গারমেঞ্চত
গত ঈদত আসলো বাড়ি
তাও পরায় বছর ঘুরি।
তার ছোটটাক বিয়াও দিছম
জামাই এখনো চ্যাংড়া
আসপ্যার না দেয়
খালি করে নখরা
কয় তোমরাই আসো
দেকি যাও ক্যংক্যা আছি হামরা।
বড়টাও ডাকায়
আব্বা তুমি খুব পাষাণ
আসেননা ক্যা একবারও ঢাকায়।
মোর পেন্দোনের তমন গেঞ্জি সোগ ছেড়া
পাকের ঘরটার দিবার পামনাই বেড়া।
বছর শেষে পাম কয়েক মন ধান
কোনো বছর তাক খায়্যা যায় বান।
নুন আনতে পানতা ফুরায়
আধবেলা খায়্যা পরান জুড়ায়।
তোরা যে কন পাষাণ
হাতত নাই ট্যাক্যা মোর সারা বছর ঠ্যক্যা
এরি মদ্যা ক্যাংকরি তোমার ঘরে কাছত যাম।