ধুর ছাই, শুদ্ধ মানুষ কই?
সব খানে তো তোষামোদির গন্ধ পাই।
একটুখানি তেল দিলে, সব যেন যায় ভুলে
সুচি’র রুচিহীন পিচাশরা যখন রোহিঙ্গাদের রক্তে হলি খেলে
তখন কি তাদের অন্তর জলে?
যারা অন্তরে কালি মেখে মুখে মানবতার কথা বলে।


মানবতা কি শুধু জাতিসংঘের ১৯৩ সদস্যর ভাষণে
চুনোপুঁটি দের ধুর ছাই বলে রাঘব বোয়ালদের তোষণে।
তাই তো হওয়ার কথা!
এখানে শান্তির কথা বলা হয়, বলা হয় আইনের কথা
অনুশীলন করা হয় ৭০০ কোটি মানুষের নিরাপত্তার,
ভাবার সমায় কি আছে?
কোথাকার কোন ৮-১০ লাখ ক্ষুদ্র জাতি সত্তা?
নিজ ভূমেই যাদের বাপ-দাদার সম্পর্তি লাপাত্তা।
নরখাদকদের রোষানলে মরুক কিছু গোপনে
তাতে কি চির ধরে মানবতার পবনে?


সংখ্যা, শক্তি আর সম্পদে ওরা অতি নগণ্য  
না দেখলেই বীভৎসতা শুন্য।
সংখ্যা, শক্তি আর সম্পদে যারা পরিপূর্ণ
মানবতা উজার করে তাদের ভালবেসে
ধরাবাসী মানুষ গুলা হচ্ছে ধন্য।