বিনা নোটিশেই বরাদ্দকৃত অক্সিজেন আজ ফুরিয়ে গেছে
বায়ুমণ্ডলে জমে থাকা ২১% অক্সিজেন থেকে একবার নিঃশ্বাস নেওয়ার মত নূন্যতম অক্সিজেনও আর পাওয়া যাচ্ছেনা।
জগৎজোড়া সব ব্যাস্ততা নিমিষেই কর্পূরের মত উবে হাওয়া হয়ে গেল।
যে পৃথিবীর মোহে জীবন বাজী রাখা ভোঁদৌড় সেখানে আজ এক পা ফেলার যায়গাও অবশিষ্ট নেই।
কত দিন ব্যাস্ত হলাম কতদিন দৌড়ালাম সত্তর! আশি-পচাঁশি! কিংবা একশো!
কত স্বজন প্রিয়জন নির্মলা প্রেয়সীর মুখ সবই গেল আড়ালে।
এখন বাশঁঝরের সদ মাটির বিছানায় শুরু হবে অখণ্ড অবসর
অথবা মুনকিরনাকিরের প্রশ্নবাণ।


মালনুষ্যকুলের  এটাই মহা সত্য
তবুও আমরা ব্যাস্ত হই পৃথিবী ধ্বংস করে জঙ্গল কেটে দালান গড়ি।