তারাও লাল রক্তের মানুষ
মধ্যপ্রাচ্যের দক্ষিণে ভূমধ্যসাগরের পারে যারা বাস করে।
আমাদের জামায় নানা কিছিমের পার্ফিউম অথবা ঘামের গন্ধ বেরোয়
তাদের জামায় শুধু লাল রক্ত আর ঝাঁঝালো বারুদের গন্ধ বেরোয়।


আমরা বিদ্যালয়ে যাই মহা বিদ্যান হতে
তারা যায় গোলার আঘাতে ক্ষত-বিক্ষত হতে।


ক্ষত-বিক্ষত গাজায় বারুদের গন্ধ নিয়ে যে জীবন জন্ম নেয়
দুনিয়ার কাপানো চিৎকার করে জানিয়ে দেয়
আমাদের রক্তও লাল, আমাদের চোখেও শত সমুদ্রের জল।