কালকে রাতে বাঘ বেরোলো ফেসবুকে
কি তার দাপট কি তার তেজ
দেখতে তেমন  আগুনরঙা লকলকে
কালকে রাতে বাঘ বেরোলো ফেসবুকে


আগেও তাকে দেখে ছিলাম পাড়ার বনে
কেমন যেন  , ভিজে বেড়াল
স্বার্থপর  আর মিনমিনে
চমকে গেলাম ফেসবুকে তে রূপ দেখে


কালকে রাতে বাঘ বেরোলো ফেসবুকে


কালকে রাতে কতোই উদার
হালুম হালুম বললো কত
বনের যত পশু পাখি
ভাই এর মতো বোনের মতো
জান ও নাকি  দিতে পারে ,,
লাগলে পরে ফেসবুকে


কালকে রাতে বাঘ বেরোলো ফেসবুকে


তার যত ছানা পোনা  
সব্বাই নাকি তেমনি মহান
বনের সেবায় নিবেদিত প্রাণ
কালকে রাতে বললো তো তাই ফেসবুকে
কালকে রাতে বাঘ বেরোলো ফেসবুকে


আমি তো থাকি তার গুহার ই পাশটিতে
আসল টা তো দিন দুবেলা দেখি
দেখলাম না তো কারোর কোনো কাজে
ফ্রি তে পেলে ঘাস খাবে চোখ বুজে
তার দাপট শুধু চার দেয়ালের  মাঝে
যার বনের হাওয়ায় খসলে পাতা বুক কাঁপে
সেই বিড়াল কেমন বাঘ হয়ে যায় ফেসবুকে
কালকে রাতে বাঘ বেরোলো ফেসবুকে