সবার ভালো হোক  I
গৃহবন্দী যারা ,
সন্তান মনমরা বয়ঃসন্ধিক্ষণে  ,
বৃদ্ধ অসুস্থ পিতা ,বন্দি গায়ের ঘরে  I
কাছের বন্ধু গেছে অনেক দূরে  ---
কাল রাতে  I
শহর থেকে শহর যাওয়া মানা ,
জেলার সীমাও পেরোতে পারবেনা ,
বাস বন্ধ ট্রেন বন্ধ করে
তবু পারলেকি আটকাতে তাকে  ,
কাল রাতে
যার কাছের বন্ধু গেছে অনেক দূরে  I
তার ভালো হোক  II


কমবয়সী ডাক্তার বাবুটি  
পাগলের মতো করছে ছোটাছুটি  I
সারা শরীর জবজবে ঘামে  ,
রোগীর ভিড়ে একটু খানি থামে  ,
আজ সকালেই -- বাচ্চা একটা মেয়ে
ঠিক যেন তার তিন্নির ই বয়সী --
হঠাৎ চট্কা ভাঙে ,
আবার ছোটাছুটি  I
ভালো হোক ডাক্তার বাবুটি  I


কিংবা ওই পুলিশ ছেলেটা  I
চারপাশে কেমন উত্তেজিত  জনতা  I
সবাইসবার আগে  যেতে চায়
সবাই সবার আগে  পেতে চায়
লাইন ভাঙে ,  অসহায়
পুলিশ ছেলেটা  I
বয়স্ক বিধবা মা ,সন্তানসম্ভবা বৌ
কিছু একটা হয়েগেলে লোকবল নেই কেও ,
হঠাৎ জনতা কেমন  মারমূখী হয়ে উঠলো
সে লাঠি উঁচিয়ে জটলার দিকে ছুটলো
আর তখনি  বেজেউঠলো
তার মোবাইল টা  ,
পুলিশ  তোমার ভালো হোক  I


পাড়ার মোড়ে অশত্থ   গাছের নিচ্ছে
চায়ের দোকান  , ছোট্ট দোকানদার  I
কেক বিস্কুট সিগারেট বেচে
কোনোমতে চালায় সংসার  I
বন্ধ দোকান  ,বন্ধ বাজার ,পাড়া
দুটো পয়সার আমদানি নেই ঘরে  ,
কালকি খাবে  জানেনা সেই লোক I
দোকানদার তোমার ভালো হোক II


বস্তি থেকে ভোরবেলাতেই আসে ,
পাঁচ টা বাড়ি বাসন ঝাড়ূ পোঁছা ,
দুটোর আবার  জামা কাপড় কাচা
ভেঙেচুরে ফেরে নটার বাসে  I
কাজের মেয়ে কাজকরে না আজ ,
বরের রিক্সা  উল্টে পড়ে আছে  ,
কানাকড়ি নেই দুজনেরই কাছে  I
ছেলেটা  আজ একবেলা খাবার,
আর একবেলা  থাপ্পড় খেয়েছে  I
মায়ের মনটা তাই ভালো নেই আজ
অন্ধকারে বসে আছে চুপচাপ   I
মেয়ে  তোমাদের ভালো হোক  I


এ বড়ো কঠিন সময়  
সিলেবাসের বাইরে I
মারণ রোগ আর খিদার জ্বালা
দুদিক থেকে দড়ি  টানাটানি  I
দুটোই সমান শক্তি শালী
দুটোই  বদ  লোক I
তাই  ধৈর্য্য রেখো দোষ দিওনা
সবার ভালো হোক  II