তুমি এসেছিলে;
মন দুলিয়েছিলে,
মনে পেয়েছিলাম স্বস্তি।
তুমি আশা দিয়ে;
মনে দিয়েছিলে,
বেদনার সূর্যের অস্তি।


তুমি প্রেম দিয়ে;
গড়ে ছিলে মনে,
ভালোবাসার এক ঘর।
তুমি আশা দিয়ে;
বানিয়েছিলে মোরে,
কোমল আর পাথর।


তুমি চলে গেলে তাই;
একা রয়ে যাই,
আশা নাই মোর মনে।
হারানোর বেদনায়;
চলে যেতে চাই,
অচেনা গহিন বনে।


তুমিই ছিলে;
প্রথম প্রেম,
তুমিই প্রেমের ইতি।
তোমায় নিয়ে;
জীবনে আমার,
রয়েছে অনেক স্মৃতি।


তুমি ছাড়া;
হয়েছি শুণ্য,
হয়েছি আমি একা।
তুমি ছাড়া;
জীবনে আমার,
এসেছে যবনিকা।