আমিকে খুঁজতে গিয়ে পাইনা খুঁজে অন্তঃস্হলে-অন্তর্যামী আমার আমিকে,
সে যে হারিয়ে যায় যখন তখন আপন খেয়ালে আড়ালে আবডালে,
হারিয়ে যায় সবুজ পাতার আড়ালে
খেলে নিরন্তর লুকোচুরি খেলা
ভিতরের আমির সাথে।
বারেবারে হেরে যাই আমি
মায়ার ভূবনে দেখি তার কত রঙ্গলীলা
কতশত কামনায় বাঘবন্দী আমি গরাদের ভিতরে
ভিতরের আমির সাথে আমার দ্বন্দ্ব চলে নিশিদিন
জানি বিলক্ষণ, ধরণীর বুকে আবর্তন, বিবর্তনশেষে এই খেলা একদিন সাঙ্গ হবে;
ফিরে পাবো আমি একান্ত আপন করে আমার আমিকে।