সারা দেহমন তল্লাশি করেও পাইনি তোমাকে খুঁজে
তুমি থেকে গেলে দূরে ঘেরাটোপে আপন অন্তঃপুরে।
কাছাকাছি এসেও কেন আসোনা মনে!
তোমাকে নিয়েই নিত‍্য আবর্তিত
সুপ্ত চেতনা বাসনা সংগোপনে।
মরীচিকার মতো তুমি ঝলমল করো দূরে
তৃষ্ণা মেটাতে ছুটে গিয়েও পাইনা তোমাকে।
আলেয়ার মতো তুমি আসো রাতের গভীরে আমার নিরালা ঘরে
ধরতে গেলেই মিশে যাও ঘন অন্ধকারে।
নির্ঘুম রাত কাটে যন্ত্রণা নিয়ে বুকে।
ক্ষণপ্রভা প্রায় মাঝে মাঝে ঝলসে ওঠো মনের আকাশে
হারিয়ে যাও নিমেষেই মেঘ নির্ঘোষে।
তুমি কি অধরা মাধুরী হয়ে থেকে যাবে চিরদিন ছন্দবন্ধে আমার সুরম‍্য প্রেমের প্রাসাদে!
শুকতারা হয়ে প্রকাশিত হও তুমি
ভোরে বা সন্ধ‍্যার আকাশে ।