গন্তব্যপথে
              বিনয় ভট্টাচার্য্য
            


জীবনের সুর ছন্দ তান মিলে মিশে একাকার
তুমি কার,কে আমার
ভাবতে ভাবতেই বয়ে চলে নদী মোহনার দিকে যেখানে মিলেছে কায়মন অর্বাচীন উচ্ছল লহরীর বুকে।
একসাথে হাতে হাত,বক্ষলগ্না হয়ে যতদূর যাই দেখি, নোনা নীল জল শান্ত হয়ে মিশে গেছে সুনীল আকাশে
অনিলের সাথে সখ‍্যতা পাতাই
অকুল দরিয়ায় কুল নাহি পাই।
সাগর পাখীরা ওড়ে আকাশে পাখা মেলে বাধাবন্ধহীন সূর্যের রেণু গায়ে মেখে
দলবেঁধে তবু সঙ্গী বিহীন
কেউ কারো নয়  এ সংসারে নিখিলে অখিলে
যেতে হবে সাজানো সংসার সীমানা ছাড়িয়ে মিশে যেতে হবে একা অনন্তলোকে আলোকে, পুলকে।
**************