পরস্পর আপনি থেকে আমরা নেমে এসেছিলাম তুমিতে
অফিস যাবার পথে আলাপ শেষে
সম্পর্ক দাঁড়ালো প্রলাপে
কতবার নদীর ঘাটে বসে রক্তিম সূর্যাস্ত দেখা
জাহাজের নোঙ্গর ফেলা,নৌকার আনাগোনা
বাদামের খোলা ভাঙ্গতে ভাঙতে পরস্পর নিয়েছিলাম শরীরের ঘ্রাণ
কল্পনার পাল তুলে এগিয়ে ছিলাম তুমি আমি মোহনার দিকে।
হঠাৎ তুমি হারিয়ে গেলে,জেনেছি তুমি নোঙর ফেলেছো অন‍্য কোনো ঘাটে
তুমি আর তুমি নেই, হারিয়েছ চিরতরে এ জীবন থেকে
অবাধ‍্য মন তবু নিরালায় নির্জনে খুঁজে ফেরে শুধু তোমাকে।
*