নিরন্তর দেখেছি তাকে কাব‍্যকাননে
অসংখ্য ফুলের মাঝে শব্দের আলপনায়
বিরাজিত বিশ্বলোকে ছন্দের মহিমায় ।


রূপে রসে সুরে সৌরভে আলোকে পুলকে
প্লাবিত নিখিল বিশ্ব দ্যূলোকে ভূলোকে ।
মানব প্রেমের ভাষায় কিম্বা ঈশ্বরের গানে
মন্দ্রিত আকাশে বাতাসে ভাবের প্লাবনে , সুললিত ভাষা ও মননের সীমাহীন দানে
পুষ্ট বাঙ্গলার নদনদী,মাটি,বন ও পাহাড়
ঋদ্ধ দেশ, পুরুষ ও প্রকৃতির প্রেমে
দেশপ্রেম বিশ্বপ্রেম মিলেমিশে একাকার ।


আলোক বর্তিকা নিয়ে অন্ধকারে ঘুরে ফেরে
ভারত পথিক একতারা নিয়ে বাউলের প্রায়
বদ্ধ হৃদয়ের দুয়ার খুলে বিচ্ছুরিত প্রেমরশ্মি বিকিরিত উন্মুক্ত ভুবনে
উন্মুখর উত্তাল উর্মীমালা ছুটে চলে চঞ্চল সুরনদী সাগরসঙ্গমে ।


বিশ্বকবি কবিশ্রেষ্ঠ কাব্যসম্রাট
দীপ্তমান স্বকীয় প্রভায়
দেশ ও কালের সীমানা ছাড়িয়ে ~
সঞ্জীবিত রবিকরে প্রাণময় বিশ্বের
বিস্তৃত অঙ্গনে তিনি এক রাজর্ষি তাপস ।
***************************