ক্রন্দসীর ক্রন্দন সবাইকি শুনতে পায়!
সবাইকি পায় শুনতে হাওয়ার দোলায় পল্লবের গান,
আর ঝরাপাতার দীর্ঘশ্বাস!
ধীর লয়ে বয়ে চলা তটিনীর ছন্দ গান!
শুনতে কি পায় রাতের আকাশে উড়ে চলা বলাকার পক্ষ বিধুনন, কাননে প্রজাপতি ও ফড়িং এর পাখার নর্তন!


শুনতে পায় তারা,শব্দ নিয়ে করে যারা খেলা দিবানিশি অষ্টপ্রহর--
নিরবে নিরালায় বসে বানায় শব্দপ্রতিমা
হারিয়ে  হিংসা,দ্বেষ, রেষারেষি  আর বিষয়-আশয়, বাহ‍্যজ্ঞান।
নিরন্তর করে চলে কাব‍্যলক্ষীর সাধন পূজন।


অনন্ত সাগরে ওরা ভাসে,
ডুব দিয়ে অথৈ জলে করে মণিমুক্তোর সন্ধান
ভাসে ওরা পাখা মেলে আকাশের নীলিমায়
উত্তুঙ্গ পাহাড়ের চূড়ায় উঠে প্রতিদিন সূর্যোদয় সূর্যাস্ত দেখে, শোনে ওরা একান্তে তন্ময় হয়ে রামধনু আর গোধুলীর গান।
ক্রান্তদর্শী কবি ওরা গায় জীবনের জয়গান।


*********