সময়ের স্রোতে যে বা যারা যায় ভেসে
কভূ তারা আসেনাকো ফিরে
চলে যায় বিস্মৃতির গভীরে।
পরিযায়ী পাখিদের মতো আমরা কিছুকাল বাসা বাঁধি নিখিল সংসারে
সময়ের ব‍্যবধানে আমরা যাই ফিরে  
পুনরায় আপনার  ঘরে।
সংবৎসর আনন্দ পেয়েছি যত
সমস্ত রেখেছি ঝুলি ভরে
দুঃখ বেদনা যত পেয়েছি চলার পথে  
রাখি বোঁচকায় বেঁধে গোপনে
অন্ধকারে ভাঁড়ার ঘরে
বর্ষশেষের গোধূলিবেলায় দুখের বোঁচকা ডুবিয়ে দিয়ে ভবসিন্ধু জলে
আনন্দঝুলি নিয়ে পৌঁছে যাই অবশেষে নববর্ষের নবীন সকালে।
নবারুণ রাগে ভরিয়ে স্থাবর-জঙ্গম বিশ্ব চরাচরে  আলোকের খেলা চলে
কালসিন্ধু বয়ে চলে নির্বিকার জীবন তরঙ্গ তুলে,আপনার ছন্দবদ্ধ মাত্রা ও তালে।