একশিশি অন্ধকার চিবিয়ে খায় আলোর শরীর
যন্ত্রণার মাকড়সা অক্ষর বুনে কবিতার মাঠে
সমুদ্রস্মৃতি নীলবিদ্ধ সামুকবতী হাটে
বেঁকে যায় রক্তধনুক কষ্ট ঝরে মোমের দ্বীপে
রাঙিয়ে তোলে বকপালক ঘরপতাকা মাড়িয়ে  
ঘরপোঁকা খড় দিয়ে কিনে একটা সুরেলাশাড়ি
ভাগ্যবীণা বাজায় ঘুমছন্দে
রাতপোড়া পাখি পালকি ওড়ায় পালকের বুকে
কবি বোঝে পালকের সমাদর তাই ডুবে থাকে সমুদ্রপাঠে


বালুকাবেলায় ছিলো রৌদ্রখেলা
আজ কুয়াশাডাঙায় শুধু ঝিনুকমেলা
বেরসিক চাঁদ রক্তকেলি খেলে ঝলসানো মোমির বুকে
জোছনার রঙ শুঁকে একেএকে খুলে যায় সুরের সুতো
ইচ্ছেপোনা পুড়ে আাঁধার গামলায়
রঙিলা রাত ভাঙচুর করে আষাঢ় শ্রাবণ।  


=====<>=====
রচনা:
০৩/১১/২০১৮
রাত- ৩:১৫ মিনিট
মোবাইল: ০১৭১৬ ৫০৮১৭০