রাতের শরীর থেকে ঝরে পড়ে ক্লান্ত  ঘাম
আকাশীরা চোখ মেলে শাঁখারী আলো ঢালে
পৃথিবী চাপা পড়ে ঘুমের হাঁটুতে
তবু নিশাচর অন্ধকার বিকিয়ে চলে জামলোকী হাটে
মগজের ক্যালেন্ডার ক্ষচিত স্মৃতিলিপি মেলাতে চাই
হিসেব নিকেশ- রক্তের ক্যানালে শ্যাওলা জমেছে
হাড়ের পোস্টারে খোদায় করা নীলচারা
আবারো জেগে ওঠে আলোর ঘ্রাণ আর মাটির মোড়কে
হৃদয়ের কার্নিশে ধীরে ধীরে জমা হতে থাকে ধোঁয়ার স্তুপ
নিশাচর তবু পথ হাঁটে-- পথের খোঁজে...


তখন তোমার বাসর ঘরের চুড়িভাঙা হাসি
জরিবাতাসে ভেসে আসছিলো।


(এই কবিতাটি অনন্যা প্রকাশনি থেকে ‘‘বিন্দুবন্দি লাটিম” কাব্যগন্থে প্রকাশিত হয়েছে ২০১৮ এর বই মেলায়)