শৈশবের সেই পুষ্প মালা ফেলিয়াছি যে ছিড়ে,
কৈশোরের ঐ স্মৃতির পাতা ক্ষণিকেই গেলো ঝরে।


যৌবনে আজ রাখিয়াছি পা হাজারো কলঙ্ক কাঁধে,
রুজি ভাবনা করিছে ধাওয়া, স্বর্ণালি রজনী সাথে।


জীবন তটিনীতে আজ বহিয়াছে বায়ু, হইছে উত্তাল,
সরিৎ পাড়ি দিতে ধরিয়াছি বৈঠা,তুলিয়া দিয়াছি পাল।


শত শত ঢেউ হানিছে আঘাত ছোট্ট নৌকাটিতে,
ক্ষণে ক্ষণে জমিয়াছে মেঘ, উঠিছে রৌদ্দুর পলকে সাজিছে রাতে।


মায়ার রাজ্যে চলিছে যুদ্ধ নব রণাঙ্গনে,
সম্পর্ক মলিন হইছে,স্নেহের বাঁধন কাটিছে,ছিড়িছে হেঁচড়া টানে।


আজি দিক হারায়ে বাহিয়াছি নাউ নতুন দিকের তরে,
কবো কি থামিবে তরঙ্গ,সমীর বহিবে,ভিড়িবে নাহি তীরে।