জীবন নদীতে দিয়াছি যে সাঁতার,
অথৈ জলেতে ডুবিছি ভাসিছি,
তবুও হায় পাইয়াছি নাহি পাড়।


ডুলো ডুলো চোখে,
ঘুমের আলতা মেখে
চাহিয়া আছি অভ্র পাণে।


কত শত মেঘ বাহারি রূপেতে,
মাতিছে চাঁদের আলিঙ্গনে।


আকাশে আজি তারার মেলা,
প্লাবিত জ্যোৎস্না ধারার বাণে।
শত শত স্মৃতি গাঁথিছে মালা,
হৃদয়ের এক কোণে।


হাজারো কথা বলিছে হিয়া,
চলিছে আপন মনে।
মিছে মিছি মায়ার বাঁধনে আজি,
বাঁধিল কোন জনে।


কেবা দিল হাত ছানি হায়,
সুপ্ত ইশারাতে।
একটু খানি রং মিশায়ে
স্বপ্ন দেখি তাতে।


আশার ভ্যালা বাইছি আজি,
হতাশার বৈঠা দিয়ে।
চোখ দুটো তাই চেয়ে আছে হায়,
মিছে স্বপন নিয়ে।