ওরে! তোরা দেখিস নে,
কেবা ধনী কেবা গরীব।
ওরে! তোরা তফাতিস নে,
কেবা ফকির কেবা মনিব।


ওরে তোরা করিস নে,
কেবা আপন কেবা পর।
ওরে মোরা সবাই যে মানুষ জাতি,
একই আত্মা একই ধর।


ওরে তোরা গড়িস নে,
ধাম্বিকেরই অট্টালিকা।
যেথা হতে মলিন পুষ্প,
যায় নাহি দেখা।


ওরে তোরা দলিস নে,
প”থ” পাড়ের তৃণ লতা।
নাম হাঁরা শত কলিকা,
হাসিয়া ওঠে যে সেথা।