ভোরে ‘র’ আভাতে, স্নিগ্ধ প্রভাতে,
দাঁড়ায়ে বেলকনিতে।
লুকোচুরিতে মাতিয়াছি আজ,
পুরনো স্মৃতির সাথে।


আঁকাবাঁকা ঐ মেঠু পথ ধরে,
চলিতে ইচ্ছে করে।
শত শত লতা সবুজ গালিচা,
বিছায়েছে দুই ধাঁরে।


দূ’র’ প্রান্তরে অচেনা যুগল,
ডাকিছে করুণ সুরে।
হাজারো বিষাদে আনমনা মন,
গ্রীষ্মের এই ভোরে।