মা তোর দুধের কসম খেয়ে বলছি
মা তোর ইজ্জতের দোহাই দিয়ে বলছি।
তোর সন্তান আর ফিরবে না ঘরে
ঐ খুনি ধর্ষকদের বিচার না করে।
রাখিস না আমায় বেঁধে
ভালোবাসার ঐ বন্ধনে,
যেতে দে মা আমায়
অধিকার আদায়ের রণাঙ্গনে।
দিন শেষে সন্ধ্যায় ঐ লাশের মিছিলে
মা আমাকে খুঁজিস।
দেখা হবে মা তোর সাথে পরজন্মে
একটু ধৈর্য ধরিস।
প্রতিটি শিক্ষার্থীদের চোখে  মা
আমাকে দেখিস।


বিঃদ্রঃ - ২০১৮ সালের ছাত্র আন্দোলনের সময় রচিত।