আমি বিশ্বাসে বেঁচে থাকতে চাই
আমি স্বস্তির নিশ্বাস ফেলতে চাই
আমি নিশ্চিন্তে পড়তে যেতে চাই
আমি নিরাপদে বাসায় ফিরতে চাই
আমি আমার ন্যায্য অধিকার চাই
একটি জীবনের মূল্য কী মাত্র  বিশ লক্ষ টাকা
তা আমি জানতে চাই
এই নগণ্য টাকার বিনিময়ে কি আমার সতীর্থকে ফিরে পাবো?
নাকি প্রতিদিন প্রতিরাত এক এক করে সবাইকে হারাবো?
হয়ত হঠাৎ করে একদিন আমিও হত্যার শিকার হবো।
হয়ত হঠাৎ করে একদিন আমার বোনেও ধর্ষিতা হবে।
আমি আমার মায়ের স্বপ্ন, আমি আমার বাবার স্বপ্ন,
ঐ দূর বহুদূর আমার লক্ষ্য।
মেরো না আমায় এখানে, আমি যেতে চাই সেখানে।
যেখানে বাবা মায়ের স্বপ্ন-হাসিরা বসবাস করে।
আমরা নবীন ছাত্র সমাজ
আমরা নিরাপদ সড়ক চাই।


বিঃদ্রঃ-  নিরাপদ সড়কের দাবীতে ঘটে যাওয়া ছাত্র আন্দোলনের পক্ষে লেখা।