হলুদ পাতার ভাঁজে আমি লিখেছি রণ চিঠি।
তবে আমি কি প্রেম ভুলে গেছি?
সহস্রাব্দের পথ পেরিয়ে এই বর্তমানে এসেছি।
আমি বহু রণ-প্রেমের বিদ্রোহ দেখেছি।
রঙিন আয়োজনে যবে তুমি দাও প্রেমাস্পদে চুম্বন।
আজাদীর লাল রক্তে তখন সিক্ত আমার ছিন্ন কাফন।
আমার কখনো শৈশব ছিল না, নেই কোন স্মৃতিচারণ।
ভুলে গেছি আমি প্রিয়তমার হাসি, মায়ের সহাস্য বদন।
আমি আমাকে ভুলিনি, ভুলিনি আমার আত্ম পরিচয়।
আমার তো কিছুই নেই,  তবে কিসের হারাবার ভয়!


তাং: ২৩-১১-২৩ ঈঃ
স্থান উত্তরা, ঢাকা