হে প্রিয় স্বাধীনতা!
তোমার জন্যেই উড্ডীন লাল সবুজের এক পতাকা,
তোমার জন্যেই পৃথিবীর বুকে একটি মানচিত্র আঁকা।
তোমার জন্যেই সহস্র জীবন অকাতরে বিলিয়ে দেওয়া,
তোমার জন্যেই কতশত বোন সতীত্বহারা হওয়া।
তোমার জন্যেই কতশত মায়ের ইজ্জত লুন্ঠিত হওয়া,
তোমার জন্যেই কত নির্ঘুম রজনী অশ্রুতে প্লাবিত হওয়া।
তোমার জন্যেই কত নববধুর সিঁথির সিঁদুর মুছে যাওয়া,
তোমার জন্যেই কতশত গ্রাম আগুনে পুড়ে যাওয়া।
তোমার জন্যেই কত সম্প্রীতির শহর বিরান হয়ে যাওয়া।
তোমার জন্যেই হে শাশ্বত বাংলার প্রিয় স্বাধীনতা,
নিজের সর্বস্ব বিলিয়ে দিয়ে আজ নিঃস্ব হওয়া।
তাং- ০১/১২/১৮ই.