তুমি গানে তুমি অভিমানে
তুমি বিরহে কিংবা আত্ম জাগরনে।
তুমি স্বয়নে তুমি স্বপনে
তুমি আবেগে প্রতিটি অনুরননে।
তুমি জীবনে তুমি মরনে
তুমি স্বরনে তুমি চয়নে তুমি আত্মগোপনে।
তুমি চিত্তে তুমি নিভৃত্তে
তুমি মিত্র তুমই চিরসখা
তুমি উদার উন্মুক্ত বলাকা।
তুমি মৃত্যুঞ্জয় তুমি অকুতোভয়
তুমি চির শাশ্বত অম্লান অক্ষয়।
তুমি অলংকার তুমি অহংকার
প্রতিটি দুঃখের তুমিই প্রতিকার।
তুমি কথা তুমি কবিতা তুমিই সবিতা
তুমি গীতাঞ্জলী গীতিমাল্যের গীতিকা।
তুমি শিক্ষা তুমি দীক্ষা তুমি ত্রিভুবন
তুমি আশা তুমি আলো শান্তির নিকেতন।
তুমি ছন্দলালিত্য ভাষার স্বায়িত্ব
তুমি গীতবিতান তুমি গুরু দায়িত্ব।
তুমি বাঙালির প্রান ভারতের মান
তুমি অফুরন্ত বিশ্বের অনন্ত সম্মান।
তুমি শান্ত তুমি দুর্দান্ত তুমি অম্লান।
তুমি গুনী তুমি মানী তুমি বিশ্ববরেণ্য
তুমি দানী তুমি জ্ঞানী স্বনামধন্য।
তুমি নোবেলজয়ী তুমি চিরস্থায়ী
তুমি অনন্ত অফুরন্ত চিরন্তন কল্পনাশ্রয়ী।
তুমি বিস্তৃত তুমি প্রশস্ত তুমি অসীম অসমাপ্ত
তুমি বৃক্ষাসনে উপবিষ্ট তালগাছ।
তুমি অনন্ত প্রসারিত ভুবন ডাঙার মাঠ
তুমিই অমল কিংবা গুরু অথবা শিশু ভোলানাথ।
তুমি ছেলে বেলার সেই সহজপাঠ
তুমি রবি তুমি বিশ্ববরেন্য কবি।
তুমি গল্পগুচ্ছ প্রতিটি ঘরে দোদুল্যমান ছবি।
তুমি অসীম তুমি সমীম তুমি বাতাস তুমি আকাশ
তুমি অনন্ত তুমিই উপন্যাসের নীল দিগন্ত।
সাহিত্যের আঙিনায় তুমি এক মৃত্যুহীন কৃতিত্ব।
প্রশস্ত কর তব তোমার আশীর্বাদী হাত।
লহ প্রণাম হে গীতগুরু কবিগুরু রবীন্দ্রনাথ।